পরিচ্ছেদঃ ৫১
সামর্থ্যানুসারে কুরবানী করা
মুয়াত্তা ইমাম মালিক : ৮৫৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৫৫
নাফি’ (র) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু উমার (রা) বলতেন, مَا اسْتَيْسَرَ مِنْ الْهَدْيِ আয়াতটির অর্থ হল অন্ততপক্ষে একটি উট বা গাভী কুরবানী করতে হবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)