নামাযের ভুলভ্রান্তি
পরিচ্ছেদঃ ১
ভুলভ্রান্তি হলে কি করণীয়
মুয়াত্তা ইমাম মালিক : ২১৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২১৬
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي جَاءَهُ الشَّيْطَانُ فَلَبَسَ عَلَيْهِ حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ.
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (এমনও হয়) তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় তখন শয়তান উপস্থিত হয়; অতঃপর তার উপর ইলতিবাস [১] সৃষ্টি করে। ফলে সে কত রাক’আত পড়েছে তা স্মরণ করতে পারে না। তোমাদের কেউ এইরূপ অবস্থার সম্মুখীন হলে তবে সে যেন বসা অবস্থায়ই দুটি (সহু) সিজদা করে নেয়। (বুখারী ১২৩২, মুসলিম ৩৮৯)
[১] التباس (ইলতিবাস): অস্পষ্টতা, বিজড়ন, জটিলতা।
মুয়াত্তা ইমাম মালিক : ২১৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২১৭
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي لَأَنْسَى أَوْ أُنَسَّى لِأَسُنَّ.
মালিক (র) হতে বর্ণিতঃ
তাঁর কাছে হাদীস পৌঁছেছে যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভুলে থাকি অথবা ভুলিয়ে দেয়া হয় এজন্য, যেন আমি হুকুম বা বিধান বর্ণনা করি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)