ইলম অধ্যায়
পরিচ্ছেদ ১:
ইলম অন্বেষন করা প্রসঙ্গ
মুয়াত্তা ইমাম মালিক : ১৮৩০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৮৩০
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ لُقْمَانَ الْحَكِيمَ أَوْصَى ابْنَهُ فَقَالَ يَا بُنَيَّ جَالِسْ الْعُلَمَاءَ وَزَاحِمْهُمْ بِرُكْبَتَيْكَ فَإِنَّ اللهَ يُحْيِي الْقُلُوبَ بِنُورِ الْحِكْمَةِ كَمَا يُحْيِي اللهُ الْأَرْضَ الْمَيْتَةَ بِوَابِلِ السَّمَاءُُُُِ
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
লুকমান হাকীম (আঃ) স্বীয় ছেলেকে (মৃত্যুকালে) উপদেশ দিয়েছেন, বৎস! আলিমগণের মজলিসে বসিও এবং তাঁদের নিকটে হাঁটু পেতে (আদব সহকারে) বসিও। কেননা আল্লাহ তা‘আলা হিকমতের নূর দ্বারা হৃদয়কে এমনভাবে সঞ্জীবিত করেন যেমন মৃত যমীনকে বৃষ্টির পানি দ্বারা জীবিত করেন। (ইমাম তাবারানী কাবীর গ্রন্থে মারফু সনদে বর্ণনা করেন ৭/২২১)