পরিচ্ছেদঃ ২৩
দাস-দাসী, ঘোড়া ও মধুর যাকাত
মুয়াত্তা ইমাম মালিক : ৬০০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬০০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّهُ قَالَ سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ صَدَقَةِ الْبَرَاذِينِ فَقَالَ وَهَلْ فِي الْخَيْلِ مِنْ صَدَقَةٍ.
আবদুল্লাহ্ ইবনু দীনার (র) হতে বর্ণিতঃ
আমি সাঈদ ইবনু মুসায়্যাব (র)-কে ঘোড়ার যাকাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ঘোড়ায়ও আবার যাকাত হয় নাকি ? (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)