পরিচ্ছেদঃ ২৩
দাস-দাসী, ঘোড়া ও মধুর যাকাত
মুয়াত্তা ইমাম মালিক : ৫৯৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৯৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّهُ قَالَ جَاءَ كِتَابٌ مِنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي وَهُوَ بِمِنًى أَنْ لَا يَأْخُذَ مِنْ الْعَسَلِ وَلَا مِنْ الْخَيْلِ صَدَقَةً.
আবদুল্লাহ ইবনু আবূ বক্র ইবনু হায্ম (র) হতে বর্ণিতঃ
মীনায় অবস্থানকালে আমার পিতা আবূ বক্র ইবনু হাযমের কাছে উমার ইবনু আবদুল আযীয (র)-এর একটি পত্র এসেছিল। এর মর্ম ছিল মধু এবং ঘোড়ার যাকাত আপনি গ্রহণ করবেন না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)