৫৬/১৯৯. অধ্যায়ঃ
সফর হতে ফিরে খাদ্য গ্রহন প্রসঙ্গে
আর (‘আবদুল্লাহ) ইব্নু ‘উমর (রাঃ) আগত মেহমানের সম্মানে সাওম পালন করতেন না।
সহিহ বুখারী : ৩০৯০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৯০
حَدَّثَنَا أَبُو الْوَلِيْدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ جَابِرٍ قَالَ قَدِمْتُ مِنْ سَفَرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلِّ رَكْعَتَيْنِ صِرَارٌ مَوْضِعٌ نَاحِيَةً بِالْمَدِيْنَةِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি এক সফর হতে ফিরে এলাম। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, ‘দু’ রাক‘আত সালাত আদায় করে নাও।’ সিরার হচ্ছে মাদিনাহ্র সন্নিকটে একটি স্থানের নাম।