পরিচ্ছেদঃ ৭০
মিনার রাত্রিগুলোতে মক্কায় রাত্রি যাপন করা
মুয়াত্তা ইমাম মালিক : ৯০৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯০৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لَا يَبِيتَنَّ أَحَدٌ مِنْ الْحَاجِّ لَيَالِيَ مِنًى مِنْ وَرَاءِ الْعَقَبَةِ.
আবদুল্লাহ্ ইবনু উমার (রা) হতে বর্ণিতঃ
উমার ইবনু খাত্তাব (রা) বলেছেন, মিনার রাত্রিসমূহে কেউ যেন জামরা-এ-আকাবার পেছনে অবস্থান না করে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)