পরিচ্ছেদঃ ৭০
মিনার রাত্রিগুলোতে মক্কায় রাত্রি যাপন করা
মুয়াত্তা ইমাম মালিক : ৯০৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯০৫
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ فِي الْبَيْتُوتَةِ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى لَا يَبِيتَنَّ أَحَدٌ إِلَّا بِمِنًى.
হিশাম ইবনু উরওয়াহ (র) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন মিনায় অবস্থানের রাত্রিসমূহে কেউ যেন মিনা ব্যতীত অন্যত্র রাত্রি যাপন না করে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)