পরিচ্ছেদঃ ৫
ফজরের দুই রাক’আত (সুন্নত নামায)-এর বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ২৭৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৭৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّهُ صَنَعَ مِثْلَ الَّذِي صَنَعَ ابْنُ عُمَرَ.
ইবনু উমার (রা) হতে বর্ণিতঃ
যেরূপ (দুই রাক’আত সুন্নত কাযা) করেছেন কাসিম ইবনু মুহাম্মাদ (রাঃ)-ও সেরূপ কাযা আদায় করেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)