পরিচ্ছেদঃ ৫
ফজরের দুই রাক’আত (সুন্নত নামায)-এর বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ২৭৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৭৮
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَاتَتْهُ رَكْعَتَا الْفَجْرِ فَقَضَاهُمَا بَعْدَ أَنْ طَلَعَتْ الشَّمْسُ.
মালিক (র) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবনু উমার (রা) ফজরের দু’রাক’আত (সুন্নত) আদায় করতে পারেননি। তিনি উক্ত দুই রাক’আত নামায সূর্যোদয়ের পর কাযা আদায় করলেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)