৭২/১৩. অধ্যায়ঃ
ফড়িং খাওয়া
সহিহ বুখারী : ৫৪৯৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪৯৫
ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তাঁর সঙ্গে ফড়িংও খাই। সুফ্ইয়ান, আবূ আওয়ানা ও ইসরাঈল এরা আবূ ইয়াফূর ইবনু আওফার সূত্রে বর্ণনা করেছেন সাতটি যুদ্ধে।