পরিচ্ছেদঃ ৩৪
তাওয়াফের সময় রমল করা (কিছুটা দ্রুত হাঁটা)
মুয়াত্তা ইমাম মালিক : ৮০৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮০৫
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ رَأَى عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ أَحْرَمَ بِعُمْرَةٍ مِنْ التَّنْعِيمِ قَالَ ثُمَّ رَأَيْتُهُ يَسْعَى حَوْلَ الْبَيْتِ الْأَشْوَاطَ الثَّلَاثَة.
হিশাম ইবনু উরওয়াহ (র) হতে বর্ণিতঃ
হিশাম ইবনু উরওয়াহ (র) তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি আবদুল্লাহ্ ইবনু যুবায়র (রা)-কে তান’য়ীম নামক স্থান হতে উমরার ইহ্রাম বাঁধতে দেখেছেন এবং বায়তুল্লাহ্র চতুষ্পার্শ্বে প্রথম তিন তাওয়াফে রমল করতে দেখেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)