পরিচ্ছেদঃ ৯
ইহরাম বাঁধার ও সেই সময় তালবিয়া পাঠ করার পদ্ধতি
মুয়াত্তা ইমাম মালিক : ৭২৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭২৬
- و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يُصَلِّي فِي مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ ثُمَّ يَخْرُجُ فَيَرْكَبُ فَإِذَا اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ أَحْرَمَ.
নাফি’ (রা) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবনু উমার (রা) যুল-হুলায়ফাস্থ মসজিদে নামায পড়ে বের হতেন, পরে উটে আরোহণ করে ইহরাম বাঁধতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)