পরিচ্ছেদঃ ৫
রোযাদারের জন্য চুমু খাওয়ার অনুমতি
মুয়াত্তা ইমাম মালিক : ৬৩৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৩৩
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ أَبَا هُرَيْرَةَ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَا يُرَخِّصَانِ فِي الْقُبْلَةِ لِلصَّائِمِ.
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আবূ হুরায়রা ও সা’দ আবি ওয়াক্কাস (রা) রোযাদারের জন্য চুমু খাওয়ার অনুমতি দিতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)