পরিচ্ছেদঃ ১০
ফজর ও আসরের পর নামায নিষিদ্ধ হওয়া
মুয়াত্তা ইমাম মালিক : ৫০৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫০৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ الْمُنْكَدِرَ فِي الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ.
সায়িব ইবনু ইয়াযিদ (র) হতে বর্ণিতঃ
তিনি উমার ইবনু খাত্তাব (রা)-কে দেখেছেন যে, তিনি (উমার (রা) আসরের পর নামায আদায় করার কারণে মুনকাদির (র)-কে প্রহার করছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) এককভাবে বর্ণনা করেছেন)