পরিচ্ছেদঃ ৮
সালাতুয যুহা (চাশ্ত ও ইশরাকের নামায)
মুয়াত্তা ইমাম মালিক : ৩৪৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩৪৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تُصَلِّي الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ ثُمَّ تَقُولُ لَوْ نُشِرَ لِي أَبَوَايَ مَا تَرَكْتُهُنَّ.
উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি চাশতের নামায আট রাক’আত আদায় করতেন ও বলতেন, আমার মা-বাবাকে জিন্দা করে পাঠানো হলেও আমি এই আট রাক’আতকে ছাড়ব না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)