পরিচ্ছেদঃ ১
মুসাফির ও মুকীম থাকা অবস্থায় দুই নামায একত্রে আদায় করা
মুয়াত্তা ইমাম মালিক : ৩২২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩২২
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا جَمَعَ الْأُمَرَاء بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي الْمَطَرِ جَمَعَ مَعَهُمْ.
নাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
আমীরগণ বর্ষণকালে মাগরিব ও ইশার নামাযকে একত্রে আদায় করলে আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) তাঁদের সাথে (উক্ত দুই ওয়াক্তের) নামায একত্রে আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)