পরিচ্ছেদঃ ১
একা একা নামায আদায়ের তুলনায় জামা’আতে নামায আদায়ের ফযীলত
মুয়াত্তা ইমাম মালিক : ২৮৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৮৩
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ أَفْضَلُ الصَّلَاةِ صَلَاتُكُمْ فِي بُيُوتِكُمْ إِلَّا صَلَاةَ الْمَكْتُوبَةِ.
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
নামাযের মধ্যে তোমাদের গৃহের নামাযই উত্তম, কেবল ফরয নামায ব্যতীত। (বুখারী ৭৩১, মুসলিম ৭৮১)