পরিচ্ছেদ ১:
বায়‘আত সম্পর্কিত বিবরণ
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৮২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৮২
حَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَكُنَّا إِذَا بَايَعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا اسْتَطَعْتُمْ
আবদুল্লাহ্ ইব্নু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট তাঁর কথা শ্রবণ করব এবং মেনে চলব বলে বায়‘আত গ্রহণ করতাম তখন তিনি বলতেন, তোমরা যা পার (অর্থাৎ যতটুকু তোমাদের শক্তিতে কুলায় ততটুকু আমল করবে)। (বুখারী ৭২০২, মুসলিম ১৮৬৭)