পরিচ্ছেদঃ ৬
কিরা‘আত সম্পর্কীয় আহকাম
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৬
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ كُنَّا نَسْمَعُ قِرَاءَةَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عِنْدَ دَارِ أَبِي جَهْمٍ بِالْبَلَاطِ.
আবূ সুহায়ল ইবনু মালিক (র) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমরা বলাত নামক স্থানে অবস্থিত আবূ জুহায়মের বাড়ি হতে উমার (রাঃ)-এর কিরা’আত শুনতাম। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)