পরিচ্ছেদঃ ৮
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ
মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৬৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِأَنَّهُ كَانَ يَشْرَبُ قَائِمًاِِِِ
আমির ইব্নু আবদুল্লাহ্ ইব্নু যুবাইর (রা) হতে বর্ণিতঃ
তাঁর পিতা দাঁড়িয়ে পানি পান করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)