পরিচ্ছেদঃ ৮
দাঁড়িয়ে পান করা প্রসঙ্গ
মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৬১
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانُوا يَشْرَبُونَ قِيَامًاِِِِ
মালিক (র) হতে বর্ণিতঃ
উমার ইব্নু খাত্তাব (রা), আলী ইব্নু আবী তালিব (রা) ও উসমান ইব্নু আফফান (রা) দাঁড়িয়ে পানি পান করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)