পরিচ্ছেদঃ ৭
মহামারীর বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ১৬০০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬০০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ إِنَّمَا رَجَعَ بِالنَّاسِ مِنْ سَرْغَ عَنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ
সালিম ইবনু আবদুল্লাহ্ হতে বর্ণিতঃ
উমার ইবনু খাত্তাব (রা) আবদুর রহমান ইবনু আউফ-এর কথায় সুরগ হতে ফিরে এলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)