পরিচ্ছেদ ২
আকীকার পদ্ধতি
মুয়াত্তা ইমাম মালিক : ১০৬৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৬৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبِي يَسْتَحِبُّ الْعَقِيقَةَ وَلَوْ بِعُصْفُورٍ.
মুহাম্মাদ ইবনু ইবরাহীম হারিস তায়মী (র) হতে বর্ণিতঃ
পিতার নিকট শুনেছি, আকীকা করা তাঁর খুবই প্রিয় ছিল, তা একটি পাখীও হোক না কেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)