পরিচ্ছেদ ১
কি ধরনের পশু কুরবানী করা দুরস্ত নয়
মুয়াত্তা ইমাম মালিক : ১০২০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০২০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَتَّقِي مِنْ الضَّحَايَا وَالْبُدْنِ الَّتِي لَمْ تُسِنَّ وَالَّتِي نَقَصَ مِنْ خَلْقِهَا قَالَ مَالِك وَهَذَا أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ.
নাফি’ (র) হতে বর্ণিতঃ
মুসিন্না [১] নয় বা অঙ্গহীন এমন পশুর কুরবানী করা হতে ‘আবদুল্লাহ ইবনু উমার (রা) বিরত থাকতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (র) বলেন: আমি যা শুনেছি তন্মধ্যে এই বিষয়টি আমার অধিক প্রিয়।
[১] যে পশুর দুধ দাঁত পরে গিয়ে সামনে দু’টি দাঁত গজিয়েছে তাকে মুসিন্নাহ্ বলা হয়।