৭৭/১৩. অধ্যায়ঃ
টুপি
সহিহ বুখারী : ৫৮০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮০২
وَقَالَ لِي مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ سَمِعْتُ أَبِي قَالَ رَأَيْتُ عَلٰى أَنَسٍ بُرْنُسًا أَصْفَرَ مِنْ خَزٍّ.
মুসাদ্দাদ (রহঃ) হতে বর্ণিতঃ
মুসাদ্দাদ (রহঃ) আমাকে বলেছেন যে, মু’তামির বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে, তিনি আনাস (রাঃ) এর (মাথার) উপর হলুদ রেশমী টুপি দেখেছেন।