৯/৯. অধ্যায়ঃ
প্রচন্ড গরমের সময় যুহরের সালাত ঠাণ্ডায় আদায় করা।
সহিহ বুখারী : ৫৩৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৩৭
See previous Hadith
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
জাহান্নাম তার প্রতিপালকের নিকট এ বলে নালিশ করেছিলো, হে আমার প্রতিপালক! (দহনের প্রচন্ডতায়) আমার এক অংশ আর এক অংশকে গ্রাশ করে ফেলেছে। ফলে আল্লাহ্ তা’আলা তাকে দু’টি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। আর সে দু’টি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচন্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচন্ড ঠাণ্ডা অনুভব কর তাই।