৭/৫ অধ্যায়ঃ
মুখমন্ডল ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা।
সহিহ বুখারী : ৩৪০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৪০
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ عُمَرَ وَقَالَ لَهُ عَمَّارٌ كُنَّا فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا، وَقَالَ تَفَلَ فِيهِمَا
ইব্নু ‘আবদুর রহমান ইব্নু আব্যা (রহঃ) তাঁর পিতা হতে হতে বর্ণিতঃ
তিনি (‘আবদুর রহমান) ‘উমর (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলেন, আর ‘আম্মার (রাঃ) তাঁকে বলছিলেনঃ আমরা এক অভিযানে গিয়েছিলাম, আমরা উভয়ই জুনুবী হয়ে পড়লাম। উক্ত রিওয়ায়াতে হাত দু’টোতে ফুঁ দেয়ার বর্ণনা --- -এর স্থলে --- বলেছেন। উভয়ই সমার্থক।(৩৩৮) (আ.প্র. ৩২৮, ই.ফা. ৩৩৩)