৬/৫. অধ্যায়ঃ
হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা।
সহিহ বুখারী : ৩০০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০০
See previous Hadith
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইযার পরে নিতাম, আমার হায়েয অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করতেন।(৩০২, ২০৩০ দ্রষ্টব্য) (আ.প্র. ২৯০, ই.ফা. ২৯৫)