৫৬/৯১. অধ্যায়ঃ
যুদ্ধে রেশমী পরিচ্ছদ পরিধান করা।
সহিহ বুখারী : ২৯২২
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯২২
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ سَمِعْتُ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَخَّصَ أَوْ رُخِّصَ لَهُمَا لِحِكَّةٍ بِهِمَا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
শরীরে চুলকানী থাকার কারণে তাদের দু’জনকে (আবদুর রাহমান ও যুবায়রকে) রেশমী পোষাক পরার অনুমতি দিয়েছিলেন বা দেয়া হয়েছিল।