৪/৬৮. অধ্যায়ঃ
আবদ্ধ পানিতে পেশাব করা।
সহিহ বুখারী : ২৩৯
সহিহ বুখারীহাদিস নম্বর ২৩৯
وَبِإِسْنَادِهِ قَالَ " لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। (সম্ভবত) পরে সে আবার তাতে গোসল করবে।(আধুনিক প্রকাশনীঃ ২৩২, ইসলামী ফাউন্ডেশনঃ ২৩৮ শেষাংশ)