৩৭/৫. অধ্যায়ঃ
জিহাদের ময়দানে মজদুর নিয়োগ।
সহিহ বুখারী : ২২৬৬
সহিহ বুখারীহাদিস নম্বর ২২৬৬
See previous Hadith
ইয়া’লা ইবনু উমাইয়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু জুরাইজ (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ্ ইবনু আবূ মুলায়কা (রহঃ) তার দাদার সূত্রে অনুরূপ একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাত দাঁত দিয়ে কামড়ে ধরল। এতে (লোকটি তার হাত বের করার জন্য সজোরে টান দিলে) (যে কামড় দিয়েছিল) তার সামনের দাঁত পড়ে যায়। আবূ বকর (রাঃ)-এর কোন ক্ষতিপূরণের দাবী বাতিল করে দেন।