৩০/৬৮. অধ্যায়ঃ
আইয়্যামে তাশরীকে সওম করা।
সহিহ বুখারী : ১৯৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯৯৬
وَقَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى عَنْ هِشَامٍ قَالَ أَخْبَرَنِي أَبِي كَانَتْ عَائِشَةُ تَصُومُ أَيَّامَ التَّشْرِيقِ بِمِنًى وَكَانَ أَبُوهَا يَصُومُهَا
মুহাম্মাদ ইব্নুল মুসান্না (রহঃ)...হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন, ‘আয়িশাহ (রাঃ) মিনাতে (অবস্থানের) দিনগুলোতে সওম পালন করতেন। আর তাঁর পিতাও সে দিনগুলোতে সওম পালন করতেন।