২৬/১. অধ্যায়ঃ
‘উমরা (আদায়) ওয়াজিব হওয়া এবং তার ফযীলত।
ইব্নু ‘উমর (রাঃ) বলেন, প্রত্যেকের জন্য হজ্জ ও ‘উমরা অবশ্য পালনীয়। ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন, কুরআনুল কারীমে হজ্জের সাথেই ‘উমরা’র উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণীঃ “তোমরা আল্লাহর উদ্দেশে হজ্জ ও ‘উমরা পূর্ণভাবে আদায় কর”। (আল-বাকারা : ১৯৬)
সহিহ বুখারী : ১৭৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৭৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক ‘উমরা’র পর আর এক ‘উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হজ্জে মাবরূরের প্রতিদান।