২৩/৪৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি ইয়াহূদীর জানাযা দেখে দাঁড়ায়।
সহিহ বুখারী : ১৩১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩১৩
See previous Hadith
ইবন আবূ লাযলাহ (রহ.) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি সাহল এবং কায়স (রাঃ) এর সঙ্গে ছিলাম। তখন তারা দু'জন বললেন,আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ছিলাম। জাকারিয়া (রহঃ) সূত্রে ইবনু আবূ লাযলাহ (রহঃ) হতে বর্ণনা করেন,আবূ মাস'উদ ও কায়স (রাঃ) জানাযা যেতে দেখলে দাড়িয়ে যেতেন।