২০/২. অধ্যায়ঃ
কুবা মসজিদ। [১]
[১] কুবা মসজিদ : মসজিদে নববী থেকে প্রায় তিন মাইল দূ্রে অবস্থিত মদীনার প্রথম মসজিদ এবং মদীনায় হিজরত কালে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর প্রথম অবস্থান স্থল।
সহিহ বুখারী : ১১৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৯২
See previous Hadith
নাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি [ইব্নু ‘উমর (রাঃ)] তাঁকে আরো বলতেন, আমি আমার সাথীদেরকে যেমন করতে দেখেছি তেমন করব। আর কাউকে আমি দিন রাতের কোন সময়ই সালাত আদায় করতে বাধা দিইনা, তবে তাঁরা যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় (সালাতের) ইচ্ছা না করে।