১৭/৫. অধ্যায়ঃ
মুশ্রিকদের সাথে মুসলিমগণের সিজদা করা আর মুশ্রিকরা অপবিত্র। তাদের উযূ হয় না।
আবদুল্লাহ্ ইব্ন উমর (রাঃ) বিনা উযূতে তিলাওয়াতের সিজ্দা করেছেন [১][১] হযরত ইব্ন উমর (রাঃ) থেকে অপর হাদীসে বর্ণিত আছে যে, তিনি উযূ অবস্থায় সিজ্দা করতেন । তাছাড়া কোন ইমামই উযূ ছাড়া তিলাওয়াতের সিজ্দা সমর্থন করেননি । --আইনী
সহিহ বুখারী : ১০৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৭১
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরা আন্-নাজ্ম তিলাওয়াতের পর সিজদা করেন এবং তাঁর সাথে সমস্ত মুসলিম, মুশরিক, জ্বিন ও ইনসান সবাই সিজদা করেছিল।