পরিচ্ছেদঃ ৮১
হজ্জ সম্পর্কীয় বিবিধ আহকাম
মুয়াত্তা ইমাম মালিক : ৯৪৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৪৬
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ كَانَ يَقُولُ مَا بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ الْمُلْتَزَمُ.
মালিক (র) হতে বর্ণিতঃ
আমি জেনেছি, আবদুল্লাহ ইবনু আব্বাস (রা) বলতেন, হাজরে আসওয়াদ এবং কা’বা শরীফের দরজার মধ্যবর্তী স্থানটি হল মুলতাযাম। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)