পরিচ্ছেদঃ ৭৬
বন্য পশু-পাখি হত্যার ফিদ্য়া
মুয়াত্তা ইমাম মালিক : ৯২৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯২৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ أَنَّ أَبَاهُ كَانَ يَقُولُ فِي الْبَقَرَةِ مِنْ الْوَحْشِ بَقَرَةٌ وَفِي الشَّاةِ مِنْ الظِّبَاءِ شَاةٌ.
হিশাম ইবনু উরওয়া (র) হতে বর্ণিতঃ
একটি বন্য গাভী হত্যা করলে একটি গরু এবং হরিণ হত্যা করলে একটি বকরী ফিদ্য়া দিতে হবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)