পরিচ্ছেদঃ ১০
রোযাদারের শিঙ্গা লাগানো
মুয়াত্তা ইমাম মালিক : ৬৪৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৪৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ وَعَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَا يَحْتَجِمَانِ وَهُمَا صَائِمَانِ.
ইবনু শিহাব (র) হতে বর্ণিতঃ
সা’দ ইবনু আবি ওয়াক্কাস ও আবদুল্লাহ্ ইবনু উমার (রা) দু’জনে শিঙ্গা লাগাতেন অথচ তাঁরা রোযাদার। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)