পরিচ্ছেদঃ ৩
জানাযার আগে চলা
মুয়াত্তা ইমাম মালিক : ৫১৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫১৫
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ الْمَشْيُ خَلْفَ الْجَنَازَةِ مِنْ خَطَإِ السُّنَّةِ.
ইবনু শিহাব হতে বর্ণিতঃ
জানাযার পেছনে চলা সুন্নতের খেলাফ। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)