পরিচ্ছেদ ০১.
শৌচকার্যে গমন করলে তখন কিবলাকে সামনে রাখা নিষেধ
মুয়াত্তা ইমাম মালিক : ৪৪১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৪১
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تُسْتَقْبَلَ الْقِبْلَةُ لِغَائِطٍ أَوْ بَوْلٍ.
আনসারী সাহাবী (রা) হতে বর্ণিতঃ
শৌচকার্যের সময় কিবলাকে সামনে করে বসতে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)