পরিচ্ছেদঃ ৬
উভয় ঈদের পূর্বে ও পরে নামায আদায়ের অনুমতি
মুয়াত্তা ইমাম মালিক : ৪২৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪২৩
- حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَنَّ أَبَاهُ الْقَاسِمَ كَانَ يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ.
আবদুর রহমান ইবনু কাসিম (র) হতে বর্ণিতঃ
কাসিম (র) ঈদগাহে যাওয়ার পূর্বে চার রাক’আত নামায আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)