পরিচ্ছেদঃ ৩
কত দূরের সফরে নামায কসর আদায় করা ওয়াজিব হয়
মুয়াত্তা ইমাম মালিক : ৩৩১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩৩১
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّهُ كَانَ يُسَافِرُ مَعَ ابْنِ عُمَرَ الْبَرِيدَ فَلَا يَقْصُرُ الصَّلَاةَ.
নাফি’ (র) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর সাথে এক বরীদ সফর করতেন কিন্তু নামায কসর আদায় করতেন না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)