পরিচ্ছেদঃ ১০
মেয়েদের জন্য জামা ও ওড়না পরিধান করে নামায আদায়ের অনুমতি
মুয়াত্তা ইমাম মালিক : ৩১৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৩১৪
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تُصَلِّي فِي الدِّرْعِ وَالْخِمَارِ.
মালিক (র) হতে বর্ণিতঃ
নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা (রাঃ) কামিজ ও সরবন্দ পরিধান করে নামায আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)