পরিচ্ছেদ ৫:
আল্লাহর জন্য ভালবাসা
মুয়াত্তা ইমাম মালিক : ১৭২২
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭২২
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ يَقُولُ الْقَصْدُ وَالتُّؤَدَةُ وَحُسْنُ السَّمْتِ جُزْءٌ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ
আবদুল্লাহ্ ইব্নু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মধ্যম পন্থাবলম্বন, একে অন্যকে ভালবাসা এবং সুন্দরভাবে মৌনতা অবলম্বন নবুয়তের পঁচিশ ভাগের এক ভাগের সমান। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)