পরিচ্ছেদঃ ৩
পশমী ও রেশমী কাপড় প্রসঙ্গ
মুয়াত্তা ইমাম মালিক : ১৬৩৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৩৪
و حَدَّثَنِي مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا كَسَتْ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ مِطْرَفَ خَزٍّ كَانَتْ عَائِشَةُ تَلْبَسُهُ
উম্মুল মু‘মিনীন আয়িশা (রা) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইব্নু যুবাইর (রা)-কে একটি কাপড় পরিয়েছেন, যা নিজেও পরিধান করতেন, তার কিনারাতে রেশম ছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)