পরিচ্ছেদঃ ৯
দাস-দাসী আযাদ করার ফযীলত এবং নিষিদ্ধ যৌন সঙ্গমকারিণী ও জারজ সন্তানকে আযাদ করা
মুয়াত্তা ইমাম মালিক : ১৪৭৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৭৫
و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ أَعْتَقَ وَلَدَ زِنًا وَأُمَّهُ.
নাফি‘ (র) আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) হতে বর্ণিতঃ
তিনি জারজ সন্তান ও তার মাতাকে আযাদ করেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)