পরিচ্ছেদ ২৪ :
মজুতকরা এবং মুনাফার অপেক্ষায় থাকা
মুয়াত্তা ইমাম মালিক : ১৩২৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩২৫
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَ يَنْهَى عَنْ الْحُكْرَةِ.
বর্ণণাকারী হতে বর্ণিতঃ
মালিক (রহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, উসমান ইবনু আফফান (রাঃ) ইহতিকারকে নিষেধ করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)