৯/৩০. অধ্যায়ঃ
ফজরের পর সূর্য উঠার পূর্বে সালাত আদায়।
সহিহ বুখারী : ৫৮৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৮৩
See previous Hadith
ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমর (রাঃ) আমাকে আরও বলেন যে, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি সূর্যের একাংশ প্রকাশ পেয়ে যায়, তাহলে পূর্ণরূপে উদিত না হওয়া পর্যন্ত সালাত আদায়ে দেরি করো। আর যদি তার একাংশ ডুবে যায় তাহলে সম্পূর্ণরূপে অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায়ে দেরি করো। ‘আবদাহও এ রকমই বর্ণনা করেছেন।